নাটোর কন্ঠ : গত ২৩শে এপ্রিল ২০২১ ইং তারিখে “নাটোরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ -ব্যবস্থা নেবেন প্রশাসন” শিরোনামে সংবাদ প্রকাশের পর নির্মাণাধীন ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন। আজ ২৪ এপ্রিল শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন ইটভাটা বৈধতা না থাকায় ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন।
নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নাটোর কণ্ঠকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে, আজ দুপুর আনুমানিক বারোটার দিকে, নাটোরের ছাতনি ইউনিয়নের তেলকুপি এলাকায় ফসলি জমিতে অনুমতি পত্র না থাকায়, নির্মাণাধীন ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং ইটভাটা মালিকে আগামী দশ দিনের মধ্যে, ইটভাটার সরঞ্জামাদি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জনস্বার্থ বিবেচনায় বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় নাটোর কন্ঠ পরিবার এর পক্ষ থেকে নাটোর জেলা প্রশাসনকে শুভেচ্ছা ও ধন্যবাদ।