নাটোরের নলডাঙ্গায় নন-এমপিও শিক্ষক কর্মচারী পেলেন প্রধান মন্ত্রীর প্রণোদনা

0
326
Naldhanga

নলডাঙ্গা,নাটোর কন্ঠঃনাটোরের নলডাঙ্গা উপজেলার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক- কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে মাদরাসা, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষকদের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন, এবং নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারি সহ নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

এ সময় নাটোর -২ সদর, নলডাঙ্গা সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল মোবাইল ফোনে বলেন,নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমনিতেই মানবেতর জীবন যাপন করেন।সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা আরো মানবেতর জীবন যাপন করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।পরে নলডাঙ্গা উপজেলার ৪২ জন নন-এমপিও শিক্ষকদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা ও ২৪ জন নন-এমপিও কর্মচারীদের মাঝে ৬০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় মানবিক প্রচেষ্টার উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে যুবকদের উদ্যোগে দুই উপজেলায় ঈদ উপহার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে