নাটোরের বাগাতিপাড়ায় এডিপি’র ক্রীড়া ও সাংস্কৃতি সামগ্রী বিতরণ

0
231

নাটোরের বাগাতিপাড়ায় এডিপি’র ক্রীড়া ও সাংস্কৃতি সামগ্রী বিতরণ

নাটোর কণ্ঠ:
নাটোরের বাগাতিপাড়ায় বার্ষিক কর্মসুচী এডিপি’র আওতায় ক্রীড়া ও সাংস্কৃতি সামগ্রী এবং সেলাইমেশিন বিতরণ
করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতি সামগ্রী এবং সেলাইমেশিন বিতরণ করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল  ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,  উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান,নাটোর জেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইউনুস আলী, জেলা পরিষদের মহিলা সদস্য ফরিদা পারভিন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমূখ।
উপজেলা জানা যায়, কর্মসুচী এডিপি’র আওতায় বিতরণকৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে চার্জার চালিত অটোভ্যান ৪টি ,বাইসাইকেল ৩২টি, সেলাই মেশিন ৩০টি, ফুটবল ৭৫টি, ভলি বল ৪৫টি, ক্রিকেট সেট ৫টি, স্প্রে মেশিন ২০টি, হারমনিয়াম ৫টি, ড্রাম সেট ৯টি, ক্ষেপলা জাল ৫০টি, হোয়াইট বোর্ড ৪০টি,হুইল চেয়ার ২০টি, প্রজেক্টর ৫টি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধ“ইদুল আযহা উপলক্ষে হালসা ইউনিয়নের উনিশশত বাহান্ন পরিবারকে চাউল সহায়তা”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে