নাটোরের বাগাতিপাড়ায় ২৩ লাখ টাকা টার্গেটে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্বোধন

0
299

নাটোরকন্ঠ:

নাটোরে বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়ন পরিষদের ২০/২১ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্বোধন করা হয়েছ। উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি নিজের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে শুভ উদ্বোধন করেন। রবিবার সকালে উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য, ট্যাক্স আদায়কারি ও গ্রামপুলিশসহ নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জামনগর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৪৪টি গ্রামে খানার সংখ্যা ৭ হাজার ৯শত ৬৫টি। ২০/২১ অর্থ বছরে ধার্য ট্যাক্সের পরিমান ১২ লাখ ৬১ হাজার ৮শত ৮৬ টাকা। পূর্বের বকেয়া ট্যাক্সের পরিমান ১০ লাখ ৯৯ হাজার ১শত ২২টাকা। চলতি অর্থ বছরে আদায়যোগ্য ট্যাক্সের পরিমান ২৩ লাখ ৬১ হাজার ৮ টাকা। ০১অক্টোবর ২০২০ থেকে ২০দিন মেয়াদে ট্যাক্স আদায় কার্যক্রম চলবে। ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান। ফ্ল্যাটবাড়ি’র প্রতি কক্ষ ১শত টাকা,টিনসেড প্রতি কক্ষ ৭৫ টাকা ও কাঁচা/ছাপরা প্রতি কক্ষ ৫০টাকা হিসেবে ট্যাক্স ধার্য করা হয়েছে এবং আরাপ-আইটি-সল্যুশন-বাংলাদেশ ট্যাক্স আদায়ে দায়িত্ব পালন করবেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নাটোরের লালপুরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগাতিপাড়া
পরবর্তী নিবন্ধনাটোরে বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদের কমিটি গঠন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে