নাটোরের সিংড়ায় চাঁদা না দেয়ায় স্কুলের নির্মান কাজের মালামাল লুটের অভিযোগ

0
1007

সিংড়ায় চাঁদা না দেয়ায় স্কুলের নির্মান কাজের মালামাল লুটের অভিযোগ

রাজু আহমেদ, নাটোর কন্ঠ:
নাটোরের সিংড়ায় শরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজের ঠিকাদারের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেয়ায় নির্মান সামগ্রী লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ঠিকাদার জয়নাল আবেদীন।

অভিযোগে জানা যায়, সম্প্রতি সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ শুরু করেন ঠিকাদার জয়নাল আবেদীন। কাজ শুরুর পর স্কু্লের সভাপতি বাবুল ও প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সহযোগিতায় ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দেয়ায় ১৬ জুন সকাল সাড়ে ৭ টার দিকে বেআইনিভাবে দলবল নিয়ে মিস্ত্রিদের বিদ্যালয়ের খুঁটির সাথে বেঁধে রেখে ৩৫০০মন রড, ৫ হাজার ইট,খোয়াসহ প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নৌকায় নিয়ে যায়।
ঠিকাদার জয়নাল আবেদীন জুয়েল জানান, আমি কাজ শুরুর পর থেকে তারা নানা তালবাহনা শুরু করে, কাজ নিম্মমানের অভিযোগ তুলে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের সভাপতি বাবুল ও প্রধান শিক্ষক দেলোয়ারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের এমপি শিমুলের বড় ভাই ব্যাবসায়ী নেতা শরিফের সফল অস্ত্রপাচার, দোয়া কামনা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় কারিগরিতে একমাত্র গোল্ডেন জিপিএ 5 জোবায়দার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে