নাটোরে অভিন্ন নিয়োগ নীতিমালা সহ ৩ দফা দাবিতে আদালত কর্মচারীদের মানববন্ধন,স্মারকলিপি

0
389

অভিন্ন নিয়োগ নীতিমালা সহ ৩ দফা দাবিতে আদালত কর্মচারীদের মানববন্ধন,স্মারকলিপি

নাটোর কণ্ঠ:
নাটোরে সকল আদালতের অধঃস্তন কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন সহ তিন দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর হাতে একটি স্মারকলিপি প্রদান করেন আদালত কর্মচারী নেতৃবৃন্দরা।
অধস্তন আদালতের কর্মচারী হওয়া সত্বেও বিচার বিভাগীয় কোন সুবিধা তারা পান না। এজন্য তারা জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান, হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের মতো নিয়মিত পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধুরী ও নাজমুল হোসেন। এ সময় তারা দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার হচ্ছেন বলেও জানান তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধসিংড়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে