নাটোরে ইঙ্গিত থিয়েটার- এর ৩৩ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

0
239

নাটোর কণ্ঠ:

ইঙ্গিত থিয়েটার-নাটোর এর ৩৩ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ আগস্ট, ২০২০ খ্রি. তারিখে বিকাল ৫.৩০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নাটোর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে পূর্ব নির্ধারিত ঘরোয়া আলোনা ও সাংস্কৃতিক-নাট্যানুষ্ঠানটি সংগঠনের সভাপতি মনোজীৎ বাগচী (মুক্তিযোদ্ধা ও অব: প্রকৌশলী) এর সভাপতিত্বে এবং ভোর হলো, নাটোর এর অভিনয় শিল্পী অনন্যা শ্রাবস্তী (তিষ্যা) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রারম্ভে সংগঠনের প্রয়াত ব্যক্তিগণসহ দেশবরেণ্য প্রয়াত ব্যক্তিবর্গের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অত:পর মা ও মেয়ে (বিষ্ণু ও দিশা) এর কণ্ঠে দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।
৩৩ বর্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়,
“তেত্রিশ বছর ব্যাপী চলমান আছে আজো জীবন শিল্পের ভূমি চাষ,/
মুক্ত মানবিকতার মহাকাশ ছুঁতে কভু বিরামের নেই অবকাশ।”/
উক্ত প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এড. সুখময় বিপ্লু, উপদেষ্টা মণ্ডলীর দুজন সদস্য কবি আশীক রহমান ও আলতাব হোসেন (ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি, নাটোর এর সাধারণ সম্পাদক) এবং ভোর হলো, নাটোর এর সভাপতি, গৌরপ্রিয়া পাণ্ডে।
সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত প্রশিক্ষক-রথীন কুণ্ডু ও কিশোর সঙ্গীতশিল্পী বাঁধন রায় (কৃষ্ণ) এবং একক নৃত্য পরিবেশন করে, কিশোরী নৃত্যশিল্পী উমামা ইসলাম।
পরিশেষে ইঙ্গিত থিয়েটারের পরিবেশনায় উৎপল দত্তের “স্পেশাল ট্রেন” নাটকের ৩য় প্রদর্শনী সফলভাবে মঞ্চায়িত হয়। নাটকটিতে অভিনয় করেন, সুখময় বিপ্লু, জাফুরুল ইসলাম (বুলবুল), জামিল আলী, সালেহীন বিপ্লব, শোভন ও আদিত্য।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজৈবনিক – কবি রহমান হেনরী এর কবিতা
পরবর্তী নিবন্ধজান্নাত তোকে আমি ভালোবাসি (গল্প)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে