নাটোরে এলজিএসপি প্রকল্প তুমি কার?

0
507
l.g.s.p-01

বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের পর্ব -০১

নাটোর কন্ঠ : লোকাল গভর্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট -০৩ (এলজিএসপি-০৩) নাটোরে এই প্রকল্পের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে নাটোর কন্ঠের কাছে। অভিযোগের প্রেক্ষিতে নাটোর কণ্ঠ টিম মাঠ পর্যায়ে অনুসন্ধানে নামে ।

জাতীয় তথ্য বাতায়নে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যের ০৬ নাম্বারে বলা হয়েছে “জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা;” তবে মাঠ পর্যায়ে জবাবদিহিতার, স্বচ্ছতার কোন বালাই নেই।

ইউনিয়ন মেম্বাররা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছেন। উপজেলা পর্যায়ে দেখভাল করা হয়েছে! তাদের কেবল দায়িত্ব ছিল সঠিকভাবে কাজের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নেওয়া!

উপজেলা প্রকৌশলীরা বলছেন মূল কাজ চেয়ারম্যান এবং মেম্বাররা করেন, তবে উপজেলা সহকারী প্রকৌশলী এই কাজের এস্টিমেট তৈরি করে দেন।

উপজেলা সহকারী প্রকৌশলীরা বলছেন, তাদের শুধু এস্টিমেট তৈরি করে দেওয়ার দায়িত্ব। এই প্রকল্প সম্পর্কে আর কিছু তারা জানেন না এবং দেখভালও করেন না। তবে এই কাজ দেখভাল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, এই কাজের যথেষ্ট পরিমান স্বচ্ছতা রয়েছে এবং হিসাব ওয়েবসাইটে দেওয়া আছে। তাদের দাবি এই কাজে চুরি করার কোন সুযোগ নেই।

আর ওয়েবসাইটে কোন উপজেলায় এক বছর দুই বছর, সর্বোচ্চ তিন বছরের হিসাব দেখা যায়। পূর্ণাঙ্গ পাঁচ বছরের কোন হিসাব সংরক্ষণ করা হয় নাই। এমনও উপজেলা আছে যে উপজেলায় এই প্রকল্পের কোন হিসাবই নেই।

তবে জবাবদিহি আর স্বচ্ছতা কি আছে? এমন প্রশ্ন সামনে আসতেই পারে ? তাহলে অনিয়ম আর দুর্নীতির দায়ভার কার কাঁধে যাবে? নীতিমালায় বলা হয়েছে নামফলকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।

কিন্তু সরোজমিনে ফলক গুলোতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম পাওয়া যাচ্ছে না। তবে কাজের বিল কিভাবে উত্তোলন হয়? তাহলে কি হাওয়ার বাচ্চা, বাতাসেই বড় হয়? উত্তর খুঁজতে বিভিন্ন মহলের দরজায় কড়া নাড়ছে নাটোর কণ্ঠ।

প্রিয় পাঠক নাটোর কণ্ঠ জানতে চায় এবং জানাতে চায় নাটোরের সাতটা উপজেলার বিস্তারিত তথ্য। জানতে চাইলে চোখ রাখুন ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে।

চলবে…

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর দারুস সালাম মাদরাসায় “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন”
পরবর্তী নিবন্ধনাটোরে গাঁজা সেবনের দায়ে ব্যতিক্রমী সাজা, সুন্দর জীবনের হাতছানিতে ১০ যুবক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে