নাটোর কণ্ঠ: অবশেষে আত্মসমর্পণ করলেন নাটোরের কোটি টাকা হাতিয়ে নিয়ে পালানো সেই এনজিও মালিক কামরুল ইসলাম। আজ সোমবার রাতে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন। এদিকে আজ ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
গত ১০ ই জুন নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় ছড়িয়ে পড়ে কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে এনজিও মালিক কামরুল ইসলাম। এরপর থেকেই ওই এলাকায় ভিড় জমাতে থাকে বিভিন্ন স্থানের এন জি ও গ্রাহকরা। মামলা হয় রাজশাহীর পুঠিয়া ও নাটোর সদর থানায়।
এদিকে প্রতিদিনই গ্রাহকরা ভিড় জমাতে থাকে কামরুল ইসলামের বাড়িতে। তারা কামরুল ইসলামের বাড়ি ঘিরে বিক্ষোভ ও মানববন্ধন করছে নিয়মিত। এরই এক পর্যায়ে আজ সোমবার রাতে আত্মসমর্পণ করলো এনজিও মালিক কামরুল ইসলাম।
উল্লেখ্য, নাটোর সদর উপজেলার মাজদিঘা গ্রামের কামরুল ইসলাম হেল্প সোসাইটি ও বর্ষা ক্ষুদ্র সমবায় সমিতি নামে দু-তিনজন চালু করে আমানত সংগ্রহ করতে শুরু করেন। এছাড়া মোটা অংকের লাভের কথা বলে সংগ্রহ করেন আমানত। কিন্তু গত ১০ তারিখে আত্মগোপনে চলে যান কামরুল ইসলাম।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এনজিও মালিক কামরুল ইসলাম আত্মসমর্পণ করেছেন । কামরুল ইসলামের কাছ থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার জন্য যে সমস্ত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সবকিছু করবে পুলিশ বলে জানান তিনি ।