নাটোরে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, নাটোর কণ্ঠ:
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয় নাটোর জেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও রেলি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেয় নাটোর জেলা যুবদলের সভাপতি হাই তালুকদার ডালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, নাটোর পৌর যুবদলের আহ্বায়ক শামীম হোসেন সহ নাটোর জেলা সদর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতি এই হাই তালুকদার ডালিম তার বক্তব্যে বলেন, দেশে যখন অন্যায় নিয়মে পরিণত প্রতিবাদখরা যুব সমাজের দায়িত্ব এ যুবসমাজে পারে স্বাধীন পতাকার মান ধরে রাখতে হবে।