নাটোরকন্ঠ: নাটোরের তেবাড়িয়া হাটে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়ে প্রায় ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ফেলা হয়েছে। আজ রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাটোর সদর এসিল্যান্ড এর নেতৃত্বে তেবাড়িয়া হাটসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় মোবাইল কোর্ট এর অভিযান । এসময় তেবাড়িয়া হাটে করোনা সংকট ও জালের দাম বিবেচনা করে মত্স্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর বিধান লঙ্ঘন করায় একজনকে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এদিকে সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় মত্স্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন না করায় বিসমিল্লাহ ফিড দোকানের মালিককে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া জনসাধারনের মাস্ক সচেতনতা বাড়াতে শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরন করা হয় এবং ৩ জনকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নাটোর সদর থানার ফোর্স ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জনাব সুজিত কুমার মুন্সি উপস্থিত ছিলেন।