নাটোরে পালিত হলো এড. হানিফ আলী শেখ ও ড. হুমায়ূন আজাদ এর প্রয়াণ দিবস

0
343
Hanif

নাটোরকন্ঠ:
ইঙ্গিত থিয়েটার-নাটোর এর ঘরোয়া আয়োজনে পালিত হলো ড. হুমায়ূন আজাদ এর ১৬তম ও এড. হানিফ আলী শেখ এর ৯ম প্রয়াণ দিবস। ১২ আগস্ট, ২০২০ খ্রি. তারিখে রাত ৮টায় নাটোর মুসলিম ইনস্টিটিউটে জনাব রশিদ মাস্টার এর সভাপতিত্বে ও এড. সুখময় বিপ্লু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উপরে বর্ণিত প্রয়াত দু’জনের স্মরণে আলোচনা সভা।

শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর প্রয়াত ব্যক্তিদ্বয়ের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অত:পর ড. হুমায়ূন আজাদ রচিত ‘লাল নীল দীপাবলী’ থেকে এবং হানিফ অালী শেখ এর উপর ‘ইঙ্গিত’ সাহিত্য পত্রিকার স্মরণ সংখ্যা থেকে অংশ বিশেষ সুন্দরভাবে পাঠ করে শোনায় আদিত্য। এছাড়া ড. হুমায়ূন আজাদ হত্যা মামলার বিচার না হওয়া সংক্রান্ত বিষয়সহ তাঁর ‘পাক সার জমিন সাদ বাদ’ উপন্যাস বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে আইনের ছাত্র শোভন।  সঙ্গীত পরিবেশন করেন, জীতেন্দ্রনাথ সরকার ও বিষ্ণুপ্রিয়া।

প্রয়াত ব্যক্তিদ্বয়ের কর্মময় জীবন সম্পর্কে অনুষ্ঠানে মূল আলোচনা করেন, এড. খগেন্দ্রনাথ রায়, সুখময় বিপ্লু ও আলতাব হোসেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগরু ও গোরু বানান বিভ্রান্তির নিরসন প্রয়োজন- স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধছোট্ট অবুঝ সুপকা আর বাবা বলে ডাকবে না! নাটোরে করোনায় পুলিশ অফিসারের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে