নাটোরে বউ বাজি রেখে মোবাইলে লুডুর জুয়া: সংঘর্ষ, আহত -২

0
2751
Juea

পি অধিকারী, বিশেষ প্রতিবেদক: নাটোর সদর উপজেলার হালসায এলাকায় মোবাইল অনলাইনে বউ বাজি রেখে লুডুর জুয়া খেলতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফিরোজা (৪৫) এবং রেখা (৫০) নামে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পার হালসা আশ্রায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার শাজাহানের ছেলে আশিক (২৭) শুকুরের ছেলে মহসিন (২৫) শফি মন্ডলের ছেলে শহিদ(৩৫) মিলে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছিল। এই জুয়ায় তারা নিজেদের স্ত্রীদের বাজি রাখে। বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে তাদের স্ত্রীরা এসে সেখানে ঝগড়া ঝাটি শুরু করে। সেখানে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তারা যে যার বাড়ি চলে যায়। পরে রেখার ছেলে রাকিব ও রেখার ভাই রঞ্জু আশিক এর বাড়িতে গিয়ে তার শ্বাশুড়ি ফিরোজাকে মারপিট করে গুরুতর আহত করে। এতে মহিউদ্দিনের স্ত্রী রেখা খাতুনও আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। অনলাইন জুয়া খেলার ব্যাপারে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজখবর নিয়ে এমনটি ঘটলে প্রয়োজনীয় ব্যাবস্থ নেওয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসুরজিত সরকারের আজ জন্মদিন, নাটোরকন্ঠ পরিবারের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় আনসার-ভিডিপি সদস্যদের করোনা কালীন সহায়তা প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে