নাটোরে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিকে অভিযান, জরিমানা

0
401

নাটোরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১২ টা থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত  শহরের কানাইখালী এলাকায় বিসমিল্লাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে অপারেশনে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সুতা পাওয়ায় দশ হাজার টাকা এবং মেয়াদ নবায়ন না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শেফা ক্লিনিককে লাইসেন্স নবায়ন না করা এবং প্যাথলজিতে পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করায় দশ হাজার টাকা জরিমানা এবং সমতা ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধন না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।

সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, স্বাস্থ্যসেবা সুষ্ঠু এবং নিশ্চিত করতে সকল বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৪০ জন আটক
পরবর্তী নিবন্ধজয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড পেলেন সিংড়ার ডা: ফারজানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে