নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
309

স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ : করোনা ভাইরাসের সতর্কতায় নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। আজ শুক্রবার প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়।

সকালে শহরের স্বাধীনতা চত্বরে (মাদ্রাসা মোড়ে) শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে ১মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে শহরের স্বাধীনতা চত্বরে (মাদ্রাসা মোড়ে) শহীদ স্মৃতি স্তম্ভে ও শহরের কাঁদিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নেতৃবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে জামানতের টাকা ফেরত পাবার দাবীতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসিংড়া থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ একজন আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে