নাটোরে বক্সে কবর দেওয়ার চিরকুট সহ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

0
323

নাটোরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ফাহিম (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফাহিম তেবাড়িয়া এলাকার মোঃ রেজার পুত্র ও তাবাড়িয়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র। তার পকেট থেকে একটিি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল তাকে যেন বক্সেেে কবর দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেবারিয়া উত্তর পাড়া এলাকার মোহাম্মদ রেজা ও তার স্ত্রী নাটোর
বিসিকে একটি কোম্পানিতে চাকরি করেন। স্বামী স্ত্রী উভয়েই ডিউটি শেষে রাত্রে বাড়িতে ফিরেন। এ সময় তারা দেখতে পান ঘরের তীরের সঙ্গে গলায় গামছা দিয়ে পেঁচানো তাদের ছেলে ফাহিম ঝুলছে। এ সময় তাদের চিৎকার কান্নাকাটিতে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, আমরাও মরদেহের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছি, তাতে লেখা ছিল বক্সে কবর দেওয়ার জন্য। তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়া মডেল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
পরবর্তী নিবন্ধনলডাঙ্গা উপজেলাবাসীর আয়োজনে সাবেক সর্বহারা নেতার বিরুদ্ধে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে