নাটোরে মৎস ফিড কারখানায় অভিযান, কারখানা সিলগালা জরিমানা

0
371
Fish-

নাটোরকন্ঠ: নাটোরে জাতীয় মত্স্য সপ্তাহের অভিযানে আজ (২৩/০৭/২০২০) মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী আহমেদপুর ব্রীজ সংলগ্ন ইউনিটি মত্স্য ফিড মিলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ, ভেজাল উপাদান ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় মত্স্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর বিধান লঙ্ঘনের অপরাধে কারখানাটি সিলগালা করা হয়। এছাড়া মালিক পক্ষকে ১০০০০/-টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নাটোর সদরের সহকারী কমিশনার ভুমি।

এদিকে চরতেবাড়িয়া মত্স্য অভয়ারন্ন স্থানে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দ্বিতীয়বার ফিক্সড স্থাপনা (খরা জাল) স্থাপনের অপরাধে আমির চাঁদ (৫৫) নামে একজনকে মত্স্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ আইনের বিধান মতে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জনাব সুজিত মুন্সি ও সহকারী মত্স্য কর্মকর্তা নাজিম উদ্দিন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় ছাত্রলীগকে নিয়ে বাড়ি বাড়ি ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন মেয়র
পরবর্তী নিবন্ধনাটোরে সিংড়ায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত- দুর্ভোগ চরমে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে