নাটোরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

0
331

নাটোরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

নাটোর কণ্ঠ:
নাটোরে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অস্থিতে হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক,নাটোর।

সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে এই দিবসের গুরুত্ব আরোপ করে আলোচনায় অংশ নেন আলোচকরা। বক্তারা বলেন বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। করতে হবে বলেও বক্তারা গুরুত্ব আরোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যান, উপ-পরিচালক,স্থানীয় সরকার বিভাগ,মেয়র,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

৭ই মার্চ জাতির পিতার আহবানে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়া ঐক্যবদ্ধ মুক্তিকামী বাঙালি জাতিকে বিভ্রান্ত ও মেধাশুন্য করার লক্ষ্যে ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযঙ্গ চালায়। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশিক্ষিত ভন্ডের চেয়ে স্বল্প শিক্ষিত ফেরদৌসই সিংড়ার যোগ্য মেয়র- প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে