নাটোরে শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম শুরু

0
276
nATORE KANTHO

নাটোর কন্ঠ : বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে জেলায় শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে আজ সোমবার থেকে। সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-বান্ধব পরিবেশ গঠনের মধ্য দিয়ে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত করার ক্ষেত্রে অভিভাবকবৃন্দের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। শিশুদের অনলাইন আসক্তি থেকেও রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী শিবলী সাদিক, শিশু শিক্ষার্থী এস এম মহিউদ্দিন আলমগীর মাহিম এবং সুমাইয়া সিরাজ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ‘শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ শিশু ও শ্রমজীবী শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, ‘আমরাই পারি শিশুশ্রম রুখতে’ শীর্ষক আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের শিশুদের জন্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআইনজীবী মিঠু’র উদ্যোগে ঢালাই হলো নাটোর আদালতের কর্দমাক্ত রাস্তা
পরবর্তী নিবন্ধপ্রেমিকার ধার শোধ করতেই নাটোরের নলডাঙ্গায় সার ব্যবসায়ীকে হত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে