নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

0
409
Roth-

নাটোরকন্ঠ: শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আসন্ন। নাটোরে এ উৎসবকে ঘিরে নানাবিধ আয়োজন থাকে প্রতিবছরই। কিন্ত করোনার এই সময়ে কিভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা যায়, তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এক প্রস্তুতিমুলক সভা । আজ রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, জয় কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমূখ।

করোনার এই সমস্যাক্রান্ত সময়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে, তা অনুসরণ করে, কি ভাবে উৎসব পালন করা যায়, তা নিয়ে সভায় আলোচকগণ মতামত প্রকাশ করেন। উল্লেখ্য, আগামী  ২৩ জুন মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমুলক সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখা এবং রথযাত্রা কমিটির সদস্যবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরর সিংড়ায় চোর কে চোর বলায় কলেজ ছাত্রকে মারপিট
পরবর্তী নিবন্ধনাটোরের পৌরসভার মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে