নাটোরে স্বাস্থ্যবিধির বালাই নেই নিউজ প্রচারের পর কঠোর অভিযানে প্রশাসন

0
470
Mobial

নাটোরকন্ঠ: নাটোরে স্বাস্থ্যবিধির বালাই নেই, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ এই শিরোনামে নাটোর কণ্ঠে নিউজ প্রচারের পর আজ মাঠে নেমেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া হচ্ছে পরামর্শ চালানো হচ্ছে কঠোর ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিদিন জেলার যে কোন স্থানে, যে কোন বাজারে চালানো হবে এই অভিযান। স্বাস্থ্যবিধি না মানলেই নেওয়া হবে কঠোর ব্যাবস্থা। বাড়ানো হবে জরিমনার পরিমান। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাহিরে বের হবার জন্য সতর্ক করছে জেলা পশাসন। আর প্রয়োজন ছাড়া বাহিরে বের না হবার জন্য নবাইকে অনুরোধন জানানো হয়।

নাটোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেইলি চক্রবর্তীর নেতৃত্বে নাটোর শহরের বিভিন্ন স্থানে চালানো হয় ভ্রাম্যমান আদালতের অভিযান। এসময় উত্তরা সুপারমার্কেট কমলা সুপার মার্কেটসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকজনকে করা হয় জরিমানা।

এছাড়া ভ্রাম্যমান আদালত থেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে অনেককেই। এসময় ভ্রাম্যমান আদালতের সঙ্গে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ রাসেল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, জনগণকে সচেতন করতে প্রতিদিন উপজেলঅ থেকে শুরু করে জেলা শহরে সর্বত্র জনসচেতনতামুলক মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য চালানো হয়েছে ভ্রাম্যশান আদালতের অভিযান। এ অভিযান অব্যহত থাকবে। প্রতিদিনই কোন না কোন স্থানে চালানো হবে অভিযান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদেশীয় মাছ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে-ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী
পরবর্তী নিবন্ধনাটোরের এমপি শিমুলের বড় ভাই ব্যাবসায়ী নেতা শরিফের সফল অস্ত্রপাচার, দোয়া কামনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে