নাটোরে ২টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী

0
546

নাটোরে ২টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী

নাটোর কণ্ঠ:
আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্টিত হতে যাওয়া নাটোরের তিনটি পৌরসভার নলডাঙ্গা ও গুরুদাসপুর ২টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ২৯ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও নলডাঙ্গা পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র সাহেব আলী ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অপরদিকে আ.লীগ মনোনিত প্রার্থীর সমর্র্থন জানিয়ে মনোনয়ন পত্র প্রথ্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ও মেয়র প্রার্থী আতিয়ার রহমান বাধন। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ পাঠাগোরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামীকাল ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে। তিন পৌরসভায় মোট মেয়র প্রার্থী ১৬ জন।নলডাঙ্গায় ৩ জন মেয়র,১০ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ৩৮ জন পুরুষ, গোপালপুর পৌরসভায় ৫ জন মেয়র, পুরুষ কাউন্সিলর ৩৬ জন, মহিলা ১২ জন, গুরুদাসপুর পৌরসভায় ৭জন মেয়র ৩৯জন পুরুষ কাউন্সিলর ১৪জন মহিলা  কাউন্সিলর পদে লড়াই করবেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুর মেয়র প্রার্থীতা প্রত্যহার আতিয়ার রহমান বাঁধনের
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় গণতন্ত্র রক্ষা দিবস পালিত 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে