নাটোর কণ্ঠে সংবাদ প্রকাশের পর মেরামত হলো গণভবনের ঐতিহ্যবাহী ঘড়িটি, সচেতন মহলের সন্তোষ প্রকাশ
নাটোর কণ্ঠ,
নাটোরের জনপ্রিয় অনলাইন দৈনিক নাটোর কণ্ঠে গত ৩০ মে সংবাদ প্রকাশিত হয় – ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে গেল গণভবনের ঐতিহাসিক ঘড়ি। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। পরদিনই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এবং গণপূর্ত বিভাগকে নির্দেশ দেন দ্রুত ঘড়িটি মেরামতের। উল্লেখ্য, ঘুর্নিঝড় আমপানের প্রভাবে নাটোরের দিঘাপতিয়া উত্তরা গণভবনের ঐতিহ্যবাহী ঘড়িটির পেছনের একংশ ভেঙ্গে যায়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার নাটোর কণ্ঠকে জানান, বিষয়টি জানার পর পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করি। সেই অনুযায়ী ১জুন ঘড়িটি মেরামত করা হয়। ঘড়ি টি ভালো রয়েছে এবং সঠিক টাইম প্রদান করছে।
ঘড়ি টি দ্রুত মেরামত করায় সন্তোষ প্রকাশ করেছেন সুধীজন ও নাটোরের সচেতন মহল।