নাটোর ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল আটকের গুজব, ১শ বস্তা সরকারি গম উদ্ধার

0
520
ইউপি চেয়ারম্যান তোফাজ্জল

স্টাফ রিপোর্টার, নাটোর:নাটোরের ছাতনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ, এমন খবর গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ ব্যাপারে পুলিশ কোন কথা বলে নাই। এদিকে চেয়ারম্যান এর আত্মীয়ের বাড়ি থেকে ১ শত বস্তা সরকারি গম উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীয় মৃত রুহুল আমিনের ছেলে কুরবান আলীর বাড়ি থেকে এই গম উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীয় কুরবান আলীর বাড়িতে অভিযান চালায়।সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ বস্তা গম পাওয়া যায়। কুরবান আলী বলেছেন গমগুলি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। তার বাড়িতে রাখতে বলেছেন।তিনি আরো জানান, গমগুলি কার এবং কেন এখানে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে আটকের বিষয়টি পুলিশ স্বীকার না করলেও এলাকাবাসী বলেছেন পুলিশের একটা গাড়ীতে করে নাটোরের দিকে নিয়ে গেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধস্মৃতি কথা -মাহফুজা আরা পলক
পরবর্তী নিবন্ধইচ্ছে করে -কবি মাহমুদা শিরীন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে