নাটোর সিংড়ায় চৌগ্রাম বাসীর দাবি একটি ব্রিজ!

0
312

গ্রাম বাসীর দাবি একটি ব্রিজ!

স্টাফ রিপোর্টারঃ নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন , ৫ নং ওয়ার্ড ছোট চৌগ্রাম গ্রামের কারিগর পাড়ার, আখের আলীর বাড়ির নিকটে খালের উপর একটি বাশের সাঁকো আছে!

এই গ্রামের (৪) পাড়া যথাক্রমে, কারিগড় পাড়া, দাস পাড়া, সরকার পাড়া এবং কামার পাড়া এই (৪) টি পাড়ার মোট জনসংখ্যা প্রায় ১০০০( এক হাজার) জনের উপরে, এই গ্রাম বা মহল্লা গুলোতে বিভিন্ন পেশাজীবি মানুষ বসবাস করে। এই ৪টি মহল্লার কৃষিপন্য অনান্য জিনিস বাজার জাত করা সম্ভব হয় না।

ফলে কৃষকেরা ন্যার্য মূল্য পায় না, এছারাও ছাত্র – ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে খুবই কষ্টকর হয়ে পরেছে। এই একটি খালের কারনে কর্মব্যস্ত মানুষজন সমস্যা গ্রস্থ হচ্ছে। দীর্ঘ ১১ বছর মহল্লার জনসাধারণ সাঁকো টি মেরামত করে চলাচল করতো তা এখন অনুপযোগী হয়ে পড়েছে, এই ৪টি মহল্লার জনসাধারণের প্রাণের দাবি এই খালের উপরে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া !

গ্রামবাসীরা জানান, ২৪-২৫ ফুট ব্রিজের জন্য স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমানে এখানে দ্রুত ব্রিজের জন্য মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সদয় দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামবাসী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধফিটিং শাহিনের ফোনে বলা এসপি স্যার আসলে কে ?
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে