সিংড়ায় করোনা মুক্ত হলেন সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ
রাজু আহমেদ, সিংড়া, নাটোর কণ্ঠ:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
সোমবার (১০আগষ্ট) আলহাজ্ব আব্দুল মজিদের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম এর পক্ষে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ অাফছার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদকে করোনা ভাইরাস মুক্ত হিসেবে ছাড়পত্র দিয়েছেন।
এর আগে হঠাৎ করেই করোনা উপসর্গ জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দেয়। এ কারণে গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে ছিলেন।
এ প্রতিনিধি কে সুকাশ ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, করোনার দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। সরকারের কাজ বাস্তবায়নে সচেষ্ট থেকে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হই। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় সুস্থ হয়েছি। পুনরায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো বলে তিনি আশা প্রকাশ করেন।