না পাওয়া ভালোবাসা -কৃষাণ কুমার সাহা‘এর কবিতা

0
523
Krishan Kumar Shaha

না পাওয়া ভালোবাসা

কৃষাণ কুমার সাহা

আজ তোমাকে দেখলাম ,
খানিকটা ফুলের আড়ালে ।
জানিনা কেনো যেন তোমায় দেখে ,
থমকে গেলো মোর এ অন্তর ।

এ কোন ইশারায় ইঙ্গিত দিলে এদিকে আশার ,
আর আমিও চলে এলেম ,
দেখলাম তোমার চোখটা ,
আমায় কিছু বোঝাতে চায় ,
না পাওয়া সেই অপূর্ণতার কথা ।
দেখলাম তোমার ঠোঁট টা ,
আমায় কিছু বলতে চায় ,
না বলা সেই নিরবতার কথা ,
জমে থাকা সেই বিষন্নতার কথা ,
বলে দাও সেই কথাটা
যেটা আমি আজো বলিনি
শুধু তুমি বলবে বলে , ভালোবাসবে বলে….

Advertisement
উৎসKrishan Kumar Shaha
পূর্ববর্তী নিবন্ধহেমন্তের মাঠ -কামরুল হাসান কামু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর সদর হাসপাতালের চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে