নিঃশব্দ শিশির -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
376
শ্রী বড়ুয়া বনশ্রী

নিঃশব্দ শিশির

কবি বনশ্রী বড়ুয়া

একবার দু’চোখ তুলে তাকাও…
লাল টিপের গভীরে লজ্জাটুকু চুষে নিতে দাও,
উদীয়মান রবির লাজুক আলোয়
বেদুইন হৃদয়ে একবার সূর্যোদয় হোক…
একবার দু’চোখ তুলে তাকাও…
এসো,শাড়ির আঁচল আঁকি বিহঙ্গের ডানা,
ঘোর অমাবস্যার গহীন কোণে মৃত শহরের
চৌরাস্তা পেরিয়ে নিবিড় আহবানে
আরও একবার হতে দাও মাতাল ডাকু….
একবার দু’চোখ তুলে তাকাও
কোমল ওষ্ঠ বেয়ে যে স্রোতস্বিনী
নেমে এসেছে কৃষ্ণচূড়ার বনে,
সেখানে আনতে দাও শ্রাবণ সন্ধ্যা,
একবার ভিজিয়ে দেই তোমায়…
একবার দু’চোখ তুলে তাকাও…
অজ্ঞাত সমুদ্রের পাড় ঘেঁষে
উন্মাদ ব্যাথাদের
একবার দিগন্ত ছুঁতে দাও,
অসংখ্য নির্ঘুম রাত্রির বুকে
শব্দহীন ঝড় আর অভিমানের খেয়ায়
এনে দেই কিছু ভালোবাসাময় শিশির।

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধদারুণ দূঃসময়ে বেঁচে থাকা -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলো প্রতিবন্ধী সংগঠণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে