নিশি
কবি মুতাকাব্বির মাসুদ
এক নিশি নিয়েছে আমার এক সাগর ঘুম
এক নিশি বসে থাকে চোখের বেলকনিতে
এক নিশি আমার স্বপ্ন নিয়ে খেলে
হলুদ রোদের শরীরে
এক নিশি জেগে থাকে আমার
মধ্যেবয়সী চোখের সাটারে
এক নিশি মাথার শিথানে
এক শিশি চোখের জলে-চিত্র করে
প্রেম- অনুরাগে
কল্পনার দরিয়া
আমি আর নিশি সাঁতার কাটি
ঘুমহীন তন্দ্রাঘোরে
উন্মাদ উদলা ঢেউয়ের গরল পাঁজরে
এক নিশি ভালোবাসা দেবে বলে
ঝরে পড়ে-গড়িয়ে যায় উদাস চশমার আড়ালে
মধ্য রাতে বিরহী কুয়াশায় মিশে যায়
দশ দশা নিশি শল্যশূন্য নিশির শরীরে!
১০-১০-২০২০
Advertisement