প্রিয় ছড়াকার
আসাদজামান
কিছু ছড়া লিখে রাখি যদি আর না থাকি!
ছোটদের কথা ভেবে ছন্দ কে বেঁধে রাখি।
জানিনা কোন লেখা, সেরা হয় পাছে!
কার ছড়া মনে ধরে, কোন সিলেবাসে।
কলমের ঘঁষাঘঁষি, শব্দের গান
সারারাত জেগে জেগে ভোরের আযান!
বর্ণ মিছিল ভেঙে একে একে এনে
দিচ্ছে আকার তারে ডানে বামে টেনে।
বাড়িতে চাল নেই ফুরিয়েছে নুন
কাল থেকে জ্বলবেনা অবাধ্য উনুন!
স্কুলের বেতনটাও হয়নিকো দেয়া
সারাক্ষণ চিৎকার এইসব নিয়া।
কি করে শব্দ সাজাই
মাথাটা চিন্তা বোঝাই….
ইস্ রে! আর একাট শব্দ পেলে ধার
আজকের মত সে পেয়ে যাবে পার।
চাল নেই চুলো নেই, হাভাতের ঘর
আছে শুধু গঞ্জনা, আর সব পর
তবু্ও শব্দ সাজায়, যদি যায় পড়া
শিশু মন কাড়ে সে, নব্য ছেলেধরা।
সংসারে কোনকিছু ভ্রূক্ষেপ নেই যার
তিনি হলেন আমাদের প্রিয় ছড়াকার।
০৩.০৬.২০২০
Advertisement