প্রেসনোট
কবি মামুন সুলতান
এই শহরের সব সাংবাদিক প্রেসক্লাবে আসুন
মেঘের বৃষ্টিলিপির পেডে পাঠিয়েছি অনুরাগপত্র
রক্তক্ষরণের অক্ষরে এঁকেছি বিক্ষত নদীর বুক
পাথরের রঙে আঁকা হৃদয়ের লগো
দেখেই বুঝে নেবেন
এখানে হাওরের মতো ভাসে হৃদয়ের হাহাকার
আসুন বৃষ্টি নামার আগেই কেন্দ্রবিন্দুতে আসুন
ঝরার পাতার গানে শুনে যান বিষণ্ণ বেদনার সুর
না কোন প্রকার দাবি কিংবা রক্তদানের কর্মসূচি
অথবা বেওয়ারিশ লাশ দাফন কিংবা সম্পত্তি
উদ্ধার কিংবা নারীর শ্লীলতাহানির বিচার চাইবোনা
বুকের পাঁজর খুলে একটা একটা দেখাবো।
সন্ধ্যা নামার আগেই নিরাপদে বাড়ি ফিরে যাবেন
একটা জীবন দেবো অভিজাত রেস্তোরাঁর প্যাকেটে
বলিরেখায় মোড়ানো রাতজাগা চোখের সমুচা
টাকপড়া মাথার তৈরি শুকনো সন্দেশ
দুঃশ্চিন্তায় শুকানো বিলের দেশি মাছের পেটি
হাড় গিলু অস্থিমজ্জায় বানানো বিরিয়ানি
খেতে বসলেই আপনার প্লেটে আয়নার মত
ভাসতে থাকবে সম্মেলনের ছায়ালাপ।
আপনার জীবনের সেরা নিউজ পেতে হলে চলে আসুন
আজ বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব
এক জীবন বসিয়ে দিয়েছি উত্তপ্ত উনুনে
আসলেই রেডি পাবেন আজকের ব্রেকিংনিউজ