”প্লেটোনিক”- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়ালের কবিতা

0
401
কবি-এনকে

প্লেটোনিক
শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

তুই মানেই একলা আকাশ
মনখারাপের ঢেউ,
গড়িয়াহাটার ভিড়ের মাঝে,
দাঁড়িয়ে থাকা কেউ।।

তোর ছোঁয়াতেই আগুনরাতে
ইচ্ছামতির জল,
তোর টানেতেই যখন তখন
বৃষ্টি মাখার ছল।।

তোর কথাতেই বইয়ের পাড়ায়
বাউন্ডুলে হাঁটা,
চা-টেবিলে তুফান বেগে
কবতে লিখে কাটা।।

হাত ধরে তোর হারিয়ে যাওয়া
পৌষে, বোলপুরে,
তোর আশাতেই বাঁচতে চাওয়া
আঁকড়ে কলম ধরে।।

স্মৃতির খাঁজে জড়াজড়ি
শিমূলরঙা ক্ষণ,
বয়সভোলে নৌবিলাসির
রাইকিশোরী মন।।

খামখেয়ালীর খেয়াল খাতায়
অধরাদের ছুঁই,
তিনসত‍্যি, তুই যে আমার
সত‍্যিকারের তুই।।

চন্দননগর, পশ্চিমবঙ্গ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ”আতর লোবানের ঘ্রাণ এসে…. “- মনির জামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“আমি, এক থিয়েটারওয়ালা”- অর্জুন থিয়েটারওয়ালা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে