ফসল ফলাবার তাড়া নেই -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
375
Nasima Akter Mukta Mukta

ফসল ফলাবার তাড়া নেই

কবি নাসিমা হক মুক্তা

চোখ দু,টো চিরল পাতার গরল
জীবন বিচ্ছেদের তিল
সাগর পদ্মে সাঁতার কাটে ভূপৃষ্ঠের তলে
মন ফড়িঙের জোছনা
বসন্ত বীণায় ঘাইমৃগী ছেয়ে মিলেছে বাতাসে।

আহার জেগে আছে চিতার কাব্যে
ফসল ফলাবার তাড়া নেই
পতনের গর্তে ফুল মরে সার জমে
অন্যদিকে ইশারা করে জলের পা।

জানি তবুও, নদীর বিশ্রামের ঝোঁ নেই।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধলালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধফ্যাল ফ্যাল চেয়ে থাকি -কবি আসাদজামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে