ফিনিক্স পাখির ডানা – দ্বীপ সরকার এর কবিতা

0
409
dip

ফিনিক্স পাখির ডানা
দ্বীপ সরকার

ফিনিক্স পাখি ওড়ে, জল নড়ে
হাতের তালুতে জল-নদীর মাঝ বরাবর দঁড়িয়ে আমি
পায়ের নিচ থেকে সরে সরে যাচ্ছে বালুর শরীর
লাবণ্য ডাকে ‘এই ওতদূর যেওনা প্লিজ’-
মাথার ওপরে ফিনিক্স পাখি ডানা ঝাপটায়

বরশির বাঁকা নখ এই বুঝি ফুটো করে টি শার্ট
মাঝিটা অভদ্র কেমন-নদী নিয়ে খেলে!

লাবণ্যরা চাদরে ভরে ঢেউ-বিপরীত দিক থেকে আসে মাঝি
সমুখে হাওয়ার সাম্পান,নীল ছোঁয়া ফিনিক্স পাখির দল
চারপাশটায় জল ও জলের বান্ধবীরা-দলবেঁধে চলে
আমি ছবি উঠাই, লাবণ্য চিমটি কাটে নিতম্বে-
ফিনিক্স পাখিরা ডানা মেলে কি সুন্দর বাতাস দেয়!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
পরবর্তী নিবন্ধআব্দুলপুর-চিলাহাটী রেলের ডবল লাইন নির্মাণ প্রতিশ্রুতি,বাস্তবায়ন কবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে