ফ্যাল ফ্যাল চেয়ে থাকিকবি আসাদজামান
প্রতিদিন দেখি রাষ্ট্র এসে
আমার কোলে ঘুমায়
এই আমাকে থাকতে হচ্ছে
নিত্য নতুন কোমায়।
সব খেয়ে খেয়ে হাভাতে আমি
তবু যেন চাই আরো
আর কত পেলে চাইবোনা আমি
কেউ কি বলতে পারো ?
মনে মনে আমি দেশপ্রেম খুঁজি,
বাহিরটা সব মেকি
যতবার পুড়ি বোধের আগুনে
ফ্যাল ফ্যাল চেয়ে দেখি।
বেসামাল এই পৃথিবী আবার
শুদ্ধ হবে যে কবে
লোভ লালসার জলাঞ্জলি,
মহাকালের হবে।
সলিটারি শেলে বন্দি রেখে
শুভ্র চিন্তা যত
মগজে মগজে করে যায় চাষ
স্হায়ী বেদনা ক্ষত।
এত এত পাপ মনের বাগানে
দিচ্ছে উঁকিঝুঁকি
যতবার পুড়ি বোধের আগুনে
বাংলা তোমাকে দেখি।
কে কত পাপী কে অপরাধী
নিচ্ছি কোলে তুলে
সবাই আমার নয়তো আপন
যাচ্ছি সে কথা ভুলে।
যে যত চোর কন্ঠে জোর
দিচ্ছি জোরে হাঁক
দেখিয়ে শালিক বলছি তারে
ময়না বলে ডাক।
বলো বলো দেশ এবার তুমি
এ নয় কি পাগলামি?
যতবার পুড়ি বোধের আগুনে
ফ্যাল ফ্যাল চেয়ে থাকি।
২৫.০৮.২০২০
Advertisement