স্টাফরিপোর্টার, নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের এইচবিবি কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে কয়েন -জোনাইল রোড হতে স্কুল পর্যন্ত ১৫০মিটার এই কাজের বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী উক্ত বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির সংযোগ সড়কটি বেহাল অবস্থায় থাকায় বিদ্যালয়ের ছাত্রীরা বর্ষাকালে স্কুলে প্রবেশের সময় পায়ের জুতা খুলে কাদামাটি মেখে স্কুলে যেতে হতো।সংযোগ সড়ক নির্মাণের ফলে এখন থেকে তারা সহজেই স্কুলে প্রবেশ করতে পারবে।এ সময় তিনি আরো বলেন এবছর বিদ্যালয়টি অনেক ভাল ফলাফল করেছে তাই এই ধারাবাহিকতা ধরে রাখতে করোনাকালীন সময়ে সফটওয়্যার এর মাধ্যমে ছাত্রীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করলে তারা উপকৃত হবে।
অনলাইনে ক্লাস শুরু করতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহুরা খাতুন, সহকারী শিক্ষক এবং বড়াইগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো প্রমুখ।