বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
355

বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ:দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় বুদ্ধিজীবী দিবস অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে উপজেলা মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এছাড়া সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধঞ্জলী পুস্পস্তক প্রদান করা হয়।

সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে আলোচকরা এই দিবসের গুরুত্ব আরোপ করে আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য বুদ্ধিজীবি দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

আলোচনা সভায় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মান নিষিদ্ধের দাবি তুলছে।সমস্ত কওমী মাদ্রাসাকে সরকারের নজরদারির মধ্যে আনার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন যেসমস্ত মসজিদের ঈমাম ইসলামের নামে উগ্রবাদী মতবাদ প্রচার করবে তাদের ঈমামতি থেকে বাদ দিতে হবে।

নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এড.জুলফিকার আলী মিঠুর সঞ্জালনায় এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য ও বড়াইগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী আবুল কালাম জোয়ার্দার,বনপাড়া পৌরসভার প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রাং,বনপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম,মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক,জোয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক রমজান আলী,জোয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস উল আলম প্রমুখ।

আলোচনা শেষে শহীদ বুদ্ধীজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত- ১, আহত- ৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে