বদলে গেছে
কবি শাহিনা খাতুন
অনেক কিছু বদলে গেছে
আমরা বুঝতে পেরেও চুপ করে আছি
এ ছাড়া অবশ্য কারও কিছু করার নেই
সবচেয়ে হালনাগাদ যে সভ্যতা গড়ে তুলতে
অহোরাত্র বুদ্ধিমানেরা কাজ করছিল
সেসব আপাতত থমকে গেছে
এই আপাতত কতদিন সে সম্পর্কে
কারোরই কিছু জানা নেই।
মানুষের বড্ড অদ্ভুত একটা মন আছে
যা রোবটের নেই
ঘুম আনন্দ আর প্রেমের বালাই
বাদ দিয়ে এক নতুন পৃথিবীর বড় প্রয়োজন
আঁকাশে খুব উপগ্রহযট বেঁধে আছে।
হয়তো ধারণা করে একটা সময়
বলে দেওয়া যাবে
সেসব নিয়ে ভাবতে ভাবতে পুনরায়
নতুন মানুষ জন্মগ্রহণ করবে।
Advertisement