বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র উমা চৌধুরী

0
205

বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র উমা চৌধুরী

নাটোর কণ্ঠ, বিশেষ প্রতিবেদক:
বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী। আজ রবিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা এবং ২৭ লক্ষ টাকা ব্যয়ে আর.সি.সি ড্রেনের এসকল কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় (জিওবি) এর আওতায় ৯ নং ওয়ার্ডের হুগোলবাড়িয়া এলাকায় মাজেদের তেল মিল হতে রেলক্রসিং পর্যন্ত ৬৯০ মিটার রাস্তা কার্পেটিং, নবকুমারের বাড়ির কার্পেটিং রাস্তা ৬০ মিটার এবং ৭ নং ওয়ার্ডের শেফালী ফার্মেসির বাড়ী হতে মাংস বাজারে কার্পেটিং রাস্তা ১৪০ মিটার পর্যন্ত উদ্বোধন করা হয়।
এর সাথে ৭নং ওয়ার্ডের বড়গাছা পালপাড়ার দীর্ঘ ৪০ বছর পর উদ্বোধন হলো সদানন্দের বাড়ি (পুলিশ ফাঁড়ি) হতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর পেছনে ২৭০ মিটার আর.সি.সি ড্রেনের কাজ উদ্বোধন করা হয়।

এই সময়ের মেয়র জানান, সরকারি অর্থায়নে এ সকল প্রকল্প হাতে পাওয়া মাত্রই আমি কাজ শুরু করে দেয়ার নির্দেশ দেই। সেই মোতাবেক আজ তার উদ্বোধন সম্পন্ন হলো, আশা করছি পৌরবাসীর দীর্ঘদিনের কষ্ট এবার লাঘব হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বিকাশ কর্মীকে মেরে ছিনতাই করে পালানোর সময় মোটরসাইকেল এক্সিডেন্টে পথচারী নিহত
পরবর্তী নিবন্ধআইনজীবী মিঠু’র উদ্যোগে ঢালাই হলো নাটোর আদালতের কর্দমাক্ত রাস্তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে