বাগাতিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
205

নাটোরকন্ঠ,বাগাতিপাড়া:

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম পর্বে কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা উত্তলন ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন এবং দলীয় নেত্রীবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণ জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবার সহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিড়বতা সহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, নাটোর জেলা আ’লীগের সংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী সহ আ’লীগ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক ৭ মার্চে বড়াইগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধনাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের আনুষ্ঠানিকতা পালন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে