বাগাতিপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

0
337

বাগাতিপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
বাগাতিপাড়া, নাটোর কন্ঠ:
নাটোরের বাগাতিপাড়ায় মডেল থানার উদ্যোগে দেশে চলমান নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জিমনেসিয়াম হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। থানার ওসি নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মদ, নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস, ছাত্রী আল্পনা ও সপ্তমী। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সদস্যবৃন্দ, নারী ও ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতনে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রতি গুরুত্বারোপ করেন এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত – আইসিটি প্রতিমন্ত্রী 
পরবর্তী নিবন্ধলালপুরে বঙ্গমাতা ফজিলাতেুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে