বাতাসে বইছে হেম -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
348
Aleya Armin Alow

বাতাসে বইছে হেম

কবি আলেয়া আরমিন আলো

আলপথে হাঁটা হয়নি কতকাল
কতদিন দেখা হয়নি বিস্তৃত মাঠের
নয়নাভিরাম সবুজ ,
চলার পথে থমকে দাঁড়িয়ে
খাওয়া হয়নি দণ্ডকলসের মধু
কতকাল ধরে হইনি আমি
প্রজাপতি ইচ্ছেতে অবুঝ।
দেখিনা কতকাল বুনোফুলের ঝোপে
বনফড়িংয়ের ছুটাছুটি
ছুঁয়ে দেখিনা রঙবেরঙের
মোলায়েম বর্ণিল ঘাসফুল,
কতদিন দেখিনা ভ্রমরের চঞ্চলতা
আবেগী কামনায় ভাঁটফুলের বুকে
আদুরে লুটোপুটিতে আকুল।
স্বর্ণলতার কুঞ্জে শুনি না
পাখিদের কিচিরমিচির
কতদিন দেখি না দোয়েল দম্পতির
কোলোকুলি সোহাগি প্রেম,
বাতাসেও নেই বুনোলতার ঘ্রাণ
খরা রোদ্দুরে বোশেখী বাতাসে
কেবলই বইছে হেম।

৩০-৪-২০২০.
ছবিঃ Habibur Rahman Hannan

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধবিষয় বাসনা -শাহিনা খাতুন
পরবর্তী নিবন্ধকরোনায় বাঙালির কান্ড -সজিবুল ইসলাম পান্না

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে