বাড়াবাড়ি সীমাহীন
কবি শাহিনা খাতুন
সাতশো কোটির একজন ভাবতেই
নিজেকে পিপড়ার মতো লাগে
বুড়ো বটগাছ অথবা খিরির গাছের তলায়
বসে যদি বুক ভরে শ্বাস নাও
দেখবে গাছের প্রাণে থাকা গল্পগুলো বলছে
বৃথাই নিজেকে একটা কিছু ভেবে কাজ নেই
ক্ষুদ্রতর একটা প্রাণ আর একটুখানি সময়
আবার ভুলের কাব্যগাথা জীবন
অথচ বাড়াবাড়ি সীমাহীন।
Advertisement