নাটোর কন্ঠ : নাটোরের সিংড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে শিয়াল মারা বিদ্যুত লাইনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে ও বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সুত্রে জানাযায়, বিনগ্রামের আকবর হোসেনের ছেলে জাকির তার পুকুরে শিয়ালের উৎপাত এবং মাছ চুরি রোধে পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন।
কোন কারনে ওই পুকুরের বেশ কিছু মাছ মরে ভেসে ওঠে। সোমবার সকালে ওই পুকুরে মরা মাছ ভাসতে দেখে তা তুলতে যায সাইদুর রহমান। এসময় পুকুরে পাতা বিদুৎ লাইনের ফাঁদে সাইদুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনছুর রহমান মুকুল বলেন, তার মৃত্যুর খবরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের কাছে শুনেছেন।