বিন্দিয়া -কবি মুতাকাব্বির মাসুদ‌‌‘এর কবিতা

0
423
Mutakabbir Masud

বিন্দিয়া

কবি মুতাকাব্বির মাসুদ‌‌

কাঁটার বনে বিষের ক্ষুধা নীল সরোবরে নীলানন্দ
ফুলের পাপড়িতে কৃষ্ণটিকা নীল বেদনার কলকূজন
ফুলেরও কৃষ্ণ কৃষ্ণ অন্তর;কাঁটার সুবিমল দহনের ঢেউ
বেজন্মা কেউটেও আজ সেজেছে প্রেমের দরবেশ
বিন্দিয়া এতো প্রেম দিসনে
কালের সুনিভৃত নিবিড় সঙ্গমে
নীল নীল অপরাজিতার তুলতুলে মোমের উরসে
কালো কালো কৃষ্ণ ফোঁটা
বেচঈন প্রেমের কষ্ট বেশি!
সুবিন্যস্ত বাগানে কেউটেও আজ
অনাঘ্রাতা ফুলের গন্ধ খুঁজে
সুনসান কুঞ্জবনে সুনিদ্রার স্বপ্ন দেখে
বেহায়া রাক্ষুস-আদিরসে ভরেনা উদর
কৃষ্ণেরও বিনিন্দিত কুঞ্জ-
স্পর্ধীত প্রেমের রোদনভরা রাগিণী –
রাধার নিরক্ত শীতল ঠোঁট
প্রেমের চির অনুরাগে কম্পিত হয় না এখন!
দুর্বিনীত বাঁশি বুঝেনা রোদসী
নিশির উরজে চন্দনী শরীর নিয়ে খেলে
মাটি আর জমিন;নদি আর সাগর
‘যৈবতী’ উর্বশীর শরীর বুঝে-
শুক্তির দীপ্ত বুকে লুকোনো বিনিমুক্ত প্রেমের স্পন্দন বুঝে না!
এখানে এখন-
কেউ- কাউকে বুঝেনা বিন্দিয়া
সসীম প্রেমের সীদতি অঙ্গনে !

০৯-১১-২০১৮

Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি কন্যা -এম এম আরিফুল ইসলাম‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাংলা উপন্যাস ও ঔপন্যাসিক -ড. এস এ মুতাকাব্বির মাসুদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে