বিরহ না প্রেম -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
669
Shaheena Ronju

বিরহ না প্রেম

কবি শাহিনা খাতুন

ইছামতীর তীরে ছোট্ট ঘর
পূর্ণিমা রাতে চাঁদ আর নদীর প্রেম
বিরহ না প্রেম?
কেউ যদি ফেলে চলে যায়
কেউ যদি মনে না রাখে
তুচ্ছ আশায় যদি কেউ
বিশ্বস্ততা আর আনন্দ হারায়
তবে নদীর কিছু যায় আসেনা।
গগন ভরে আছে কালো মেঘে
বৃষ্টি নামবে বলে অপেক্ষা করোনা
বরং ধরে নিয়ো হাওয়ায় হাওয়ায়
উড়ে যেতে পারে সব মেঘ
যে হীনতায় বীজের আর
বৃক্ষ হওয়া হলোনা
তাতে কৃষ্ণচূড়ার রঙ বদলে যায়না।
নতুন মন নতুন ফুল
পুরনো চোখ পুরনো স্মৃতি
পাখির ঠোঁটের বটের ফলের মতো।

৮/৬/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৫৮০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় অভিমান করে স্বামী-স্ত্রীর একসাথে আত্মহত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে