বিশ্ব পরিযায়ী পাখি দিবসে নাটোরের সিংড়ায় নানা আয়োজন

0
294

বিশ্ব পরিযায়ী পাখি দিবসে নাটোরের সিংড়ায় নানা আয়োজন

সিংড়া, নাটোর কণ্ঠ:
নাটোরের সিংড়ায় নানা আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। উপলক্ষে পথসভা, লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার দিনব্যাপি এসব কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

দিনের শুরুতে সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে সিংড়ার চলনবিল এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আগামী শীতে অতিথি পাখি শিকার না করার জন্য ও জনমত গড়ে তোলার জন্য স্থানীয়দের নিয়ে সভা করা হয়।

সংগঠনের সাধারণ সদস্য সহ এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড মোঃ রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

কর্মসূচিতে পরিযায়ী পাখি ও চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকলা -রত্না চক্রবর্তী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে আবুল কালাম জোয়ার্দ্দারের গনসংযোগ, নেতাকর্মীর ঢল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে