বৃত্তবন্দী জীবন
কবি পলি শাহিনা
প্রতিদিন হন্যে হয়ে
কিসের পেছনে ছুটছি ,
গন্তব্য কোথায়!
খুব ইচ্ছে করে বাড়ী যেতে
বাবা-মায়ের কাছে।
পেছনে তাকিয়ে দেখি-
খাঁ খাঁ শূন্যতা ;
কোথায়ও কেউ নেই।
গোটা জীবনটাই মনে হয় বিভ্রম।
কোথায়ও যাওয়ার জায়গা নেই।
জীবন নামক এই একমুখী রাস্তায়
শুধুই সামনে হেঁটে যেতে হয়,
পেছনে ফেরার কোন সুযোগ নেই।
Advertisement