বৃষ্টি আর কবিতা -কবি পলি শাহিনা‘এর কবিতা

0
364
Poly Shahina

বৃষ্টি আর কবিতা

কবি পলি শাহিনা, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

তোমার কবিতার মতো ঝুম বৃষ্টি নেমেছে।
তোমার গলার মতো নরম ছন্দে বৃষ্টি ঝরছে।
জল থইথই আয় বৃষ্টি ঝেঁপে আয় অঝোর ধারায়,
আকাশ ফুঁড়ে আমার আধখোলা জানালায়।

জানালার এদিকে আমি, ওদিকে তুমি
আমার অধর ছুঁয়ে বিন্দু বিন্দু জল,
আসলে জল নয়, কবিতা।
কবিতা আমার প্রেমিক, মুগ্ধ ভালোবাসা।

কাঁপছি উচ্ছ্বাসে মুহূর্মুহু বৃষ্টিজলে
তোমার কবিতা-শব্দে, গভীর মিলনে।
তোমার স্বর বৃষ্টির ক্যানভাস জুড়ে
ভিজছি আমি সে মায়াবী কন্ঠস্বরে।

বৃষ্টি ঝরছে উড়ে উড়ে আকাশ ভেঙে
আমার চোখের ঘুম ঘুম মেঘ সরিয়ে
টকটকে লাল – সবুজ তৃষ্ণা বুকে
ডুবছি আমি কাব্য কাব্য বৃষ্টি জলে।

Advertisement
উৎসPoly Shahina
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ভূষিখালি জোলা আংশিক দখল মুক্ত, প্রভাবশালীদের কাছ থেকে সম্পূর্ণ দখলমুক্ত’র দাবি
পরবর্তী নিবন্ধসিংড়ায় স্ত্রীকে আত্নহত্যা প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে