বড়াইগ্রামে কাঁচা রাস্তা নিয়ে চরম দূর্ভোগে জনজীবন

0
490

বড়াইগ্রামে কাচা রাস্তা নিয়ে চরম দূর্ভোগে জন জীবন

মাত্র এক কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় বড়াইগ্রাম উপজেলার ২ টি গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাজিরপুর যাওয়ার গ্রামীণ এই রাস্তার একাধিক স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের।

বর্ষায় রাস্তার গর্তে পানি জমে গেলে এই রাস্তায় কোন যানবাহন চলাচল করতে পারে না। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বড়াইগ্রাম উপজেলার শেষ আর চাটমোহর উপজেলার শুরু এই রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি দিয়ে মানইর,চড়ইকোল,রামপুর,
পাচবাড়িয়া, মোস্তালীপুর সহ প্রায় ১০টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। তাদের চলাচলের জন্য আর কোনো রাস্তা নেই। এই রাস্তা দিয়ে চলাচল রত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোনো সংস্কারের কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম প্রতিনিধিদের দেখা এলাকাবাসী চরম আগ্রহ উৎকন্ঠা নিয়ে এগিয়ে আসে৷ তারা জানায় ‘আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি, যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত হাটুকাদা রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি।

স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল পড়ে আছে।’

রাস্তার বিষয়ে বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী জনাব আব্দুর রহিম সাথে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তারটি বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিস অবগত আছে এবং রাস্তাটি পাকা করনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত
পরবর্তী নিবন্ধদুর্যোগে কেউ মনোবল হারাবেন না, দ্রুত বাঁধ পুনর্নির্মাণ করা হবে- পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে